logo

সময়: ০৩:৩৩, বুধবার, ০৯ জুলাই, ২০২৫

২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ০৩:৩৩ অপরাহ্ন

সর্বশেষ খবর

স্বাস্থ্যবিধির বালাই নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

Ekattor Shadhinota
০৫ এপ্রিল, ২০২১ | সময়ঃ ০২:১৬
photo
ফাইল ছবি

নিজস্ব  প্রতিনিধি: -স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের কোনও বালাই নেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছেন অনেকে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে সরেজমিন দেখা যায়, স্বাস্থ্যবিধির কোনও তোয়াক্কা না করে মাস্ক ছাড়াই রাস্তায় চলাচল করছেন অধিকাংশ মানুষ।
এ বিষয়ে পথচারী মানিক মিয়ার সাথে কথা হলে তিনি  জানান, আমি বাইক নিয়ে অফিসে যাব। রাস্তায় বের হয়ে দেখলাম অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। এভাবে চললে করোনা সংক্রমণ বাড়তে থাকবে।
এদিকে মাস্ক ছাড়া সড়কে কেন চলাচল করছেন জানতে চাইলে গার্মেন্টসকর্মী শিলা আক্তার বলেন, সারাদিন মাস্ক পড়ে থাকলে দম বন্ধ হয়ে আসে। তাই মাস্ক ছাড়া বের হয়েছি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন ছাড়া মানুষকে রাস্তায় বের না হওয়ার অনুরোধও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…