নিজস্ব প্রতিনিধি: -চলতি ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদন গ্রহণ সোমবার শেষ হয়েছে। এ বছর মেডিকেলে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১ লাখ ২২ হাজার ৭৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
এর বিপরীতে সরকারি ৩৭ মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০টি আসন রয়েছে। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ২৮ জন করে শিক্ষার্থী ভর্তিযুদ্ধে লড়বেন। স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা, শিক্ষা ও জনশক্তি উন্নয়ন শাখা সূত্র জানায়, আগামী ২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সারাদেশে কেন্দ্রগুলোতে সকাল ১০ টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার নম্বর ১০০। সরকারি মেডিকেল কলেজে আসনের বিপরীতে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। এরপর মেধাক্রম অনুসারে শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি সুযোগ পাবেন। স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা, শিক্ষা ও জনশক্তি উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ডা. আহসান হাবীব জানান, এ বছর রেকর্ডসংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন। গত বছর ৭২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে অটোপাসের কারণে এবার বেশি সংখ্যক শিক্ষার্থী আবেদনের সুযোগ পেয়েছেন বলে মনে করেন তিনি।