logo

সময়: ০৪:৩৬, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ০৪:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

নতুন কুঁড়ি প্রতিযোগিতার প্রথম পর্যায়ে ১৯টি আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে

Masud Rana
১৫ সেপ্টেম্বর, ২০২৫ | সময়ঃ ০৯:৩৭
photo
নতুন কুঁড়ি প্রতিযোগিতার প্রথম পর্যায়ে ১৯টি আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে
বিটিভির নতুন কুঁড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে রাজশাহী
বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সভায় সভাপতিত্ব করেন বিভাগীয়
কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
সভায় জানানো হয়, নতুন কুঁড়ি প্রতিযোগিতার প্রথম পর্যায়ে যে
১৯টি আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত হবে তার ২টি হবে রাজশাহী বিভাগে।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি হচ্ছে রাজশাহী-১ অঞ্চলের ভেন্যু যেখানে
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ন টোর ও পাবনা জেলার প্রতিযোগীরা
প্রাথমিক বাছাইয়ে অংশগ্রহণ করবে। অন্যদিকে রাজশাহী-২ অঞ্চলের ভেন্যু
বগুড়া জেলা শিল্পকলা একাডেমি। সেখানে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও
জয়পুরহাট জেলার
প্রতিযোগীরা প্রাথমিক বাছাইয়ে অংশ নেবে। এ দুই ভেন্যুর বিজয়ীরা
পরে বিভাগীয় বাছাইয়ের মধ্যদিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত
হবে।
বিভাগীয় বাছাই অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে।
বিটিভির রাজশাহী উপকেন্দ্র প্রধান সভাকে জানান, রাজশাহী-১ অঞ্চলের
ভেন্যুর জন্য ১৫ শতাধিক এবং রাজশাহী-২ অঞ্চলের ভেন্যুর জন্য ১২ শতাধিক
প্রতিযোগী নিবন্ধন সম্পন্ন করেছে। আঞ্চলিক বাছাই দ্রুততম সময়ের
মধ্যে শুরু হবে।
সভাপতির বক্তব্যে এ প্রতিযোগিতা সফল করতে প্রয়োজনীয় সকল
সহযোগিতার আশ্বাস দিয়ে খোন্দকার আজিম আহমেদ সংশ্লিষ্টদের নিজ
নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের অনুরোধ জানান।
সভায় রাজশাহী বিভাগের ৮ জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি,
রাজশাহীতে অবস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার প্রধান, শিক্ষা ও
সাংস্কৃতিক কর্মকাণ্ড সংশ্লিষ্ট দপ্তরের প্রধান এবং বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…