logo

সময়: ০৬:০৯, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৬:০৯ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ১০বছরের শিশু নিহত

Masud Rana
০৩ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ০৯:৫৫
photo
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ১০বছরের শিশু নিহত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে ট্রাকের
ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাদ নামের এক ১০ বছরের শিশু সাদ
আলী নিহত হয়েছেন। একই সময় তার মা গুরুতর আহত হয়েছেন।
বুধবার দুপুর পৌনে ১টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার লিলি হলের
মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু সাদ আলী, নগরীর পবা উপজেলার ওবায়ের মোড় (ফুদকি
পাড়া) এলাকার মোঃ লিয়াকতের ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, নিহত শিশু সাদ আলী নগরীর লিলি হলের দিক
থেকে পবা উপজেলার দিকে মোটরসাইকেল যোগে তার মা-বাবার
সাথে যাচ্ছিল। একই সময় বিপরিত দিক থেকে আসা একটি
ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে গতি বাড়িয়ে পালিয়ে
যায়। এতে শিশু সাদ সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর
আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। একই সময় তার মা গুরুতর
আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত সাদ ও তার মাকে
উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে
যান।
জানতে চাইলে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ আজিজুল বারি ইবনে জলিল জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার
করে রামেক হাসপাতাল মর্গে রাখা আছে এবং শিশুটির মা
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও বলেন, ঘাতক
ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত
থানায় থানায় কেউ মামলা বা অভিযোগ দিতে আসেন নি। আসলে
মামলা হবে বলেও জানান ওসি।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…