logo

সময়: ০৬:০৫, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৬:০৫ অপরাহ্ন

সর্বশেষ খবর

মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার

Masud Rana
০৩ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ০৯:৫০
photo
মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ইয়াবা ও
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার
করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে মতিহার থানার
খোঁজাপুর জাহাজঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ আলম হোসেন (৪০), সে নগরীর
মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকার হাসান শেখের
ছেলে ও নাসির হোসেন (৫৪) সে একই থানার ধরমপুর এলাকার
আবুল হোসেনের ছেলে।
বুধবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের
মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ
গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি
পুলিশ জানতে পারেন, আলম হোসেন তার বাড়িতে মাদক মওজুদ
রেখে বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান
চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩৫ পিস ইয়াবা
ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,১৭০ টাকা-সহ তাকে দুইজনকে
গ্রেফতার করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. ইব্রাহিম খলিল ও
সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, জব্দকৃত
মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রেখেছিলে। এর আগে তাদের
বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে
তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…