Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ২৭
জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা
হয়।
বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো: আওয়ামী লীগ কর্মী মোঃ আলাল
উদ্দিন শেখ (৪৬), সে নগরীর মতিহার থানার চর-সাতবাড়িয়া এলাকার মৃত
তছের আলীর ছেলে ও চাঁদাবাজ হিসেবে অভিযুক্ত প্রত্যয়জিত বাগচী
বোবাই (২৯), সে বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কালুমিস্ত্রির মোড় এলাকার
সত্যাজিত বাগচীর ছেলে।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-
পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় চাঁদাবাজি, অবৈধ দখল ও সন্ত্রাসী
কর্মকাণ্ডের অভিযোগে ২জন-সহ ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, অন্যান্য অভিযোগে আরও ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে
১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২জন মাদক মামলার আসামি এবং বাকি ৫ জন
অন্যান্য মামলায় অভিযুক্ত।
সোমবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে
বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।