logo

সময়: ০৪:২৬, সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৪:২৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে নকল স্বর্ণ দেখিয়ে অভিনব প্রতারণা, আটক ৩

Ekattor Shadhinota
১৬ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:৪৪
photo
রাজশাহীতে নকল স্বর্ণ দেখিয়ে অভিনব প্রতারণা, আটক ৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে সোনালি রঙের
ধাতব খণ্ডকে আসল স্বর্ণ বলে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে
প্রতারণা করার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার
করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার ঐতিহ্য চত্ত্বরের
ফ্লাইওভারের নিচ থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ হিরু (৪৫), সেু নগরীর বোয়ালিয়া থানার
কায়েরদাড়া গ্রামের ওহাব শেখের ছেলে, মোঃ ফিরোজ (৪১), সে ফিরোজ
রাজপাড়া থানার দাশপুকুর গ্রামের আঃ হামিদের ছেলে ও আবুল কাশেম (৫৯),
সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার নগরপাড়া গ্রামের মৃত আহমদ শেখের ছেলে।
রবিবার বিকাল সাড়ে ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান,
পিপিএম।
তিনি জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগর ডিবি পুলিশের
একটি দল একটি সন্দেহভাজন অটোরিকশা থামিয়ে তল্লাশি চলিয়ে
প্রতারক হিরুর জ্যাকেটের পকেট থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের
ভেতর থেকে একটি সোনালি রঙের ধাতব খণ্ড এবং শ্রী জুয়েলার্স
নামাঙ্কিত একটি প্যাডের পাতা পায় এসআই মোঃ তৌহিদুল ও সঙ্গীয়
ফোর্স। এ সময় জিজ্ঞাসাবাদে হিরু ও ফিরোজ কোনো সন্তোষজনক
জবাব দিতে না পারায় তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য জানা যায়,
এই চক্রটি রিক্সার যাত্রীর সামনে নকল স্বর্ণের ব্যাগ ফেলে দিত এবং তাদেরই
অন্য সহযোগীরা সেটি কুড়িয়ে নিয়ে যাত্রীর কাছে আসল স্বর্ণ বলে কম
দামে বিক্রির প্রস্তাব দিত। এভাবে তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের
সাথে প্রতারণা করে আসছিল বলে স্বীকার করে।
তিনি আরও জানান, এই চক্রের পলাতক আরও তিন সদস্যকে গ্রেফতারে
অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায়
একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের
মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…