logo

সময়: ০৬:৩০, সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৬:৩০ অপরাহ্ন

সর্বশেষ খবর

গুলশান শহীদ তাজউদ্দিন পার্ক দখলদারমুক্ত করতে রাজউকের অভিযান

Ekattor Shadhinota
১৬ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:৪০
photo
গুলশান শহীদ তাজউদ্দিন পার্ক দখলদারমুক্ত করতে রাজউকের অভিযান

শহীদ তাজউদ্দিন পার্ক দখল করে গুলশান ইয়ুথ ক্লাবের নানা বেআইনী স্থাপনা বন্ধে রাজউক এক অভিযান পরিচালনা করেছে। নাগরিকদের মাঠটি এই ক্লাব দখল করে নানা বানিজ্যিক কাজ করে আসছিল। নাগরিকদের মাঠ উদ্ধারে রাজউকের অভিযানকে আমরা স্বাগত জানাই। একই সাথে মাঠে বেআইনী অবকাঠামো নির্মাণ, বানিজ্যিক ব্যবহার করার অপরাধে ক্লাবটি হতে ক্ষতিপুরণ আদায়ের দাবি জানাই। সুপ্রিম কোর্টের নির্দেশনা ও আইন অমান্য করে বেআইনী স্থাপনা নির্মাণ এবং বাণিজ্যিকভাবে ব্যবহারের কারণে দখলদার গুলশান ইয়ুথ ক্লাবের কাছ থেকে শহীদ তাজউদ্দিন পার্ক উদ্ধারে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আজ রবিবার সকালে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ও ক্লাবের অফিস সিলগালা করে দেয় রাজউক।

সাবেক মেয়র আতিকুল ইসলাম শহীদ তাজউদ্দিন পার্কে গুলশান ইয়ুথ ক্লাবকে ফুটবল টার্ফসহ নানা অবকাঠামো নির্মাণ করে মাঠ, পার্ক ভাড়া দেয়ার ক্ষমতা দিয়ে সাথে চুক্তি করেছিল। সরকার পরিবর্তন হলে বর্তমান প্রশাসন গুলশান ইয়ুথ ক্লাবের সাথে একই ধারাবাহিকতা রক্ষা করছে। যা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন এবং মাঠ, পার্ক, জলাধার দখলমুক্ত আন্দোলন। একইসঙ্গে শহীদ তাজউদ্দিন পার্কসহ দেশের সব মাঠ ও পার্ক জনগণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছে তারা। এ জন্য ডিএনসিসিতে একাধিক চিঠি, বৈঠকের পরও ব্যবস্থা নেয়নি বর্তমান প্রশাসক। যার ফলে বিষয়টি নিয়ে রাজউক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে অবহিত করে চিঠি দেয় মাঠ, পার্ক, জলাধার দখলমুক্ত আন্দোলন।

এছাড়া সম্প্রতি শহীদ তাজউদ্দিন পার্কটি নতুন করে দখলের উদ্দেশ্যে বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র গ্রীন সেভারর্স নামক একটি প্রতিষ্ঠানকে অস্থায়ী স্থাপনা নির্মাণে অনুমোদন দেয় ডিএনসিসি। যার প্রতিবাদ জানায় পরিবেশ বিশেষজ্ঞ, নগর পরিকল্পনাবিদ, পরিবেশ ও সংস্কৃতিককর্মী, সাংবাদিকসহ ১১ বিশিষ্টজন।

অভিযানের মাধ্যমে ক্লাবটি সিলগালা করে দেয়ার পর মাঠ, পার্ক, জলাধার দখলমুক্ত আন্দোলনের পক্ষ থেকে স্বাগত জানিয়ে বলা জানানো হয়েছে, পার্ক রক্ষা আন্দোলন রাজউকের এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক। তবে সরকারের সম্পত্তি অবৈধভাবে ব্যবহারের জন্য গুলশান ইয়ুথ ক্লাব এবং গ্রীন সেভার্স নামক সংগঠনের বিরুদ্ধে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মাঠ পার্ক খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান আইনে ধারা ৫ এর কথা স্মরণ করিয়ে বলা হয়েছে, এই আইনের বিধান অনুযায়ী ব্যতীতখেলার মাঠউন্মুক্ত স্থানউদ্যান এবং প্রাকৃতিক জলাধার হিসাবে চিহ্নিত জায়গার শ্রেণী পরিবর্তন করা যাবে না বা উক্তরূপ জায়গা অন্য কোনভাবে ব্যবহার করা যাবে না বা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়াইজারা বা অন্য কোনভাবে হস্তান্তর করা যাবে না৷ সুপ্রিম কোর্ট-র আপীল বিভাগ ও হাইকোর্ট মাঠ, পার্ক ইজারা বা হস্তান্তর নিষিদ্ধ এবং একই সাথে মাঠ, পার্ক বাণিজিক ব্যবহার নিষিদ্ধ এবং মাষ্টার প্লান বর্হিভুত স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশনা প্রদান করে। ডিএনসিসি আইন আদালতের নির্দেশনা অমান্য করে গুলশান ইয়ুথ ক্লারে সাথে চুক্তি করেছিল এবং সম্প্রতি নতুন করে গ্রীন সেভারর্স নামক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে।  আমরা সরকারকে ডিএনসিসি-র  এ ধরনের স্বেচ্ছাচারী কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের আহবান জানাই। একই সাথে নাগরিক অধিকার প্রতিষ্ঠান মাঠ ও পার্কটি শিশুদের জন্য বিনামুল্যে উম্মুক্ত করে দেয়ার দাবি জানাই।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…