গত ১৪/০৮/২০২৪ তারিখ বিকাল আনুমানিক ১৫:১০ ঘটিকায় ভিকটিম (৩৬) তার মায়ের চিকিৎসার ওষুধ ক্রয়ের উদ্দেশ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানাধীন গাগরিয়া গ্রাম থেকে ভোলা যান। ওষুধ ক্রয় শেষে ফেরার পথে একই দিন সন্ধ্যা আনুমানিক ১৮:১০ ঘটিকায় যাত্রীবাহী নৌকায় আসামি আরিফ হাওলাদারসহ অন্যান্য সহযোগীরা ভিকটিমের পিছু নেয়।
পরবর্তীতে ভিকটিম নৌকা থেকে নেমে বাড়ি ফেরার পথিমধ্যে একটি মাছের ঘেরের সামনে পৌছালে *আসামিগণ ভিকটিমকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে নেয় এবং ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ* করে।
ভিকটিম নিজেই বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ০২, তারিখ- ১৮/০৮/২০২৪ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩)/৩০ তৎসহ ৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
*গতকাল ১৫/১১/২০২৫ তারিখ অনুমান ১৯.০০ ঘটিকার সময়* র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৮ এর সহযোগীতায় *পটুয়ায়ালী সদর থানাধীন ফতুল্লা এলাকায়* অভিযান পরিচালনা করে উল্লেখিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান *আসামি আরিফ হাওলাদার (২৫),* পিতা- মো: ধলু হাওলাদার, সাং- গাগরিয়া, থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।