logo

সময়: ০৮:২৭, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ০৮:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

মুন্সীগঞ্জ সিরাজদিখানের কাউছার খান (২০) হত্যা মামলার আসামি আক্কাশ শেখ (৪৫)’কে রাজধানীর দয়াগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।  

Ekattor Shadhinota
১২ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ০৯:৩৪
photo
মুন্সীগঞ্জ সিরাজদিখানের কাউছার খান (২০) হত্যা মামলার আসামি আক্কাশ শেখ (৪৫)’কে রাজধানীর দয়াগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।  

  মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন বাসাইল এলাকায় ভিকটিম কাউছার খান (২০) হত্যা মামলার আসামি আক্কাশ শেখ (৪৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর আভিযানিক দল।

 মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন বাসাইল এলাকায় আসামি আক্কাশ শেখ (৪৫)’সহ অপরাপর আসামিগণ বালু ভর্তি বাল্কহেইড নিয়ে ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজের সাথে ধাক্কা লেগে ব্রিজটি ক্ষয়ক্ষতি হয়। এতে ভিকটিম সাইউল ইসলাম আসামিদের বাল্কহেড নিয়ে যাওয়ার জন্য নিষেধ করে। উক্ত বিষয়কে কেন্দ্র করে আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে গত ০৬/০৮/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকায় বাসাইল খন্দকার মসজিদের সামনে ভিকটিম সাইউল ইসলাম, তার ছেলে কাউছার খান (২০) ও মামাতো ভাই অহিদুল (৩৫)’দের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে এবং দেশীয় ছুরি দিয়ে উপর্যোপুরী কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে সিরাজদিখান সাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যায়। ভিকটিম কাউছার খান (২০) ও মামাতো ভাই অহিদুল (৩৫)’দ্বয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকায় ভিকটিম কাউছার খান (২০)’কে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ডিসিস্ট কাউছার খান (২০) এর বাবা বাদী হয়ে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় এজাহার দায়ের করলে মামলা নং- ০৬, তারিখ- ০৭/০৮/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২)/ ১১৪/৩৪/৩০২(ধারা-৩০২ পরবর্তীতে সংযোজনকৃত) পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতার করার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে।

  অদ্য ১২/১১/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় আসামি আক্কাশ শেখ (৪৫), পিতা- হাসান শেখ, সাং- উত্তর রাঙ্গামালিয়া, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

  গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…