Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার চক মুক্তারপুর
এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, গাঁজা এবং একটি ইঞ্জিন
চালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ভোর ৫টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ
ইউসুফপুর বিওপি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানা যায়, সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় এক
কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চক মুক্তারপুর এলাকায় টহল দেওয়ার সময়
পরিত্যাক্ত অবস্থায় মালামালগুলো নজরে আসে। অভিযানে ৫ বোতল ভারতীয়
ফেনসিডিল, ১.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১টি ইঞ্জিন চালিত নৌকা
জব্দ করা হয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা
মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে
পারেনি বিজিবি সদস্যরা।
জব্দকৃত ফেনসিডিল এবং ইঞ্জিন চালিত নৌকা আইনানুগ ব্যবস্থা
গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।