logo

সময়: ০৮:১৮, শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ০৮:১৮ অপরাহ্ন

সর্বশেষ খবর

দিনাজপুর-৫ বি,এন,পি-র মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা’র গন-সমাবেশ অনুষ্ঠিত

Ekattor Shadhinota
০৬ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ০৯:৪৬
photo
দিনাজপুর-৫ বি,এন,পি-র মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা’র গন-সমাবেশ অনুষ্ঠিত

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু’র পার্বতীপুরের স্থানীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

৫ নভেম্বর বুধবার বিকেল ৫ টায় পার্বতীপুর স্থানীয় শহীদ মিনার চত্বরে নুরুল হুদা বাবুর বড় ভাই শিক্ষক সামসুদ্দোহা দুলু মোনাজাতের মাধ্যমে সমাবেশ উদ্বোধন করেন।  বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু বলেছেন- জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। পার্বতীপুরের মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের রাজনীতিই আমরা করতে চাই। বিএনপির মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে বলেন, জনগণের হাতে রাষ্ট্রের ক্ষমতা ফিরিয়ে দেওয়া। আমরা চাই অবাধ নির্বাচন, স্বাধীন বিচারব্যবস্থা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানবাধিকারের নিশ্চয়তা। গণতন্ত্র ফিরিয়ে এনে একটি ন্যায়ভিত্তিক ও জনগণের বাংলাদেশ গড়াই আমাদের প্রতিশ্রুতি।  আরও বক্তব্য রাখেন- পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু ও সাংবাদিক বদরুদোজ্জা বুলু, আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ।

সভায় উপস্থিত জনগনের উদ্দেশ্যে নূরুল হুদা বাবু বলেন, “রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয়। আমি চাই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুশিক্ষিত ও আধুনিক পার্বতীপুর ও ফুলবাড়ী এলাকা উপহার দিতে জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে দিনাজপুর-৫, (পার্বতীপুর-ফুলবাড়ী)  আসন নতুনভাবে গড়ে তুলতে চাই।” এখানে উন্নয়নের কোন বৈষম্য থাকবে না।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…