logo

সময়: ১২:৫৮, রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

আটক করতে আসছে শুনেই পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে, ডিআইজি এহসানউল্লাহর বিরুদ্ধে

Ekattor Shadhinota
৩১ অক্টোবর, ২০২৫ | সময়ঃ ০৯:৪৪
photo
আটক করতে আসছে শুনেই পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে, ডিআইজি এহসানউল্লাহর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: বাংলাদেশ পুলিশ একাডেমির উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ গত বুধবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। রাজশাহীর সারদা পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা এই কর্মকর্তা দুই দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও শুক্রবার বিষয়টি জানাজানি হয়।

বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ডিআইজি এহসানউল্লাহর অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার থেকে ডিআইজি এহসানউল্লাহ একাডেমিতে অনুপস্থিত। আমরা শুনেছি ঢাকা থেকে একটি দল তাকে আটক করতে এসেছিল। তিনি এখন কোথায় আছেন, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার এহসানউল্লাহকে আটক করতে বুধবার সকালে একটি বিশেষ দল সারদা পুলিশ একাডেমিতে পৌঁছায়। তবে অভিযোগ উঠেছে  অভিযানের আগেই তিনি পালিয়ে গেছেন।

পুলিশের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, ডিআইজি এহসানউল্লাহ সম্ভবত আগেই জানতে পেরেছিলেন তাকে গ্রেফতার করতে একটি দল সারদায় আসছে। এই খবর পাওয়ার পর তিনি দ্রুত একটি মোটরসাইকেলে করে একাডেমি থেকে বেরিয়ে যান।

ডিআইজি এহসানউল্লাহ বরিশালে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে বেশ কয়েকটি বিতর্কিত অভিযানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। 

এসব ঘটনায় গত বছরের ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

এ ঘটনা পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ডিআইজি এহসানউল্লাহর নিখোঁজ হওয়ার কারণ এবং তার বর্তমান অবস্থান জানতে তদন্ত চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…