logo

সময়: ০৪:৩৯, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

উন্নয়নশীল দেশগুলোর গবেষকদের নেতৃত্ব অত্যন্ত জরুরিঃ চুয়েট ভিসি

Ekattor Shadhinota
২৯ অক্টোবর, ২০২৫ | সময়ঃ ০৮:৫১
photo

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয় বলেছেন, পৃথিবী জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্রের ক্ষয়, রোগব্যাধির প্রাদুর্ভাব, গ্রীন হাউজ গ্যাস, সম্পদের ঘাটতি এবং ক্রমবর্ধমান বৈষম্যের মতো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। উন্নয়নশীল দেশগুলোর গবেষকদের নেতৃত্ব অত্যন্ত জরুরি যাতে তারা মানবজাতির বৃহত্তম চ্যালেঞ্জসমূহ সমাধানে অর্থবহ অবদান রাখতে পারে। তিনি আরও বলেন, ভবিষ্যতের প্রযুক্তিগত অগ্রগতি, নবায়নযোগ্য শক্তি, পরিবেশবান্ধব জ্বালানী, উন্নত উপকরণ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য যে মৌলিক জ্ঞানের প্রয়োজন-তা পদার্থবিজ্ঞান থেকেই সম্ভব। কোনো জটিল প্রকৌশল সমস্যা পদার্থবিজ্ঞানের মৌলিক জ্ঞান ছাড়া সমাধান করা সম্ভব নয়। আপনি যদি প্রকৌশলবিদ্যায় উৎকর্ষ চান, তবে পদার্থবিজ্ঞান অধ্যয়ন অপরিহার্য। ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পদার্থবিদদের অবদানের উপর নির্ভরশীল, যারা সারা বিশ্বে অবদান রেখে চলেছেন।

আজ ২৯ অক্টোবর (বুধবার) ২০২৫ খ্রিঃ সকালে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে পদার্থবিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত "6th International Conference on Physics for Sustainable Development and Technology (ICPSDT)-2025" শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে গেস্ট অব অনার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর সাবেক ভাইস-চ্যান্সেলর ও পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং চুয়েটের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন। কনফারেন্স সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এইচ. এম. এ. আর. মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনিমেশ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ। এতে সঞ্চালনা করেন পদার্থবিজ্ঞান বিভাগের পিএইচডি শিক্ষার্থী তানজিনা আখতার ও মাস্টার্স এর শিক্ষার্থী হিমেল বড়ুয়া।

গেস্ট অব অনার এর বক্তব্যে অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, চুয়েটের এই কনফারেন্স থেকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ে গবেষণা ও বৈশ্বিক অগ্রগতি সম্পর্কে জানতে পারছি। এর মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও টেকসই উন্নয়ন গড়ে তোলার প্রয়োজনীয় গাইডলাইন পাওয়া যাবে বলে আমি আশাবাদী।

উল্লেখ্য, পদার্থবিজ্ঞান বিভাগের ৬ষ্ট আন্তর্জাতিক কনফারেন্সে আমেরিকা, চীন, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক গবেষণা সংস্থা থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, স্কলার্স ও গবেষকগণ অংশ নেন। এতে ৩জন কী-নোট স্পিকার এবং ১৫জন আমন্ত্রিত স্পিকার উপস্থিত থাকবেন। এই কনফারেন্সে ৪০০টি পেপার থেকে মোট নির্বাচিত ২৭৪টি পেপার উপস্থাপিত হবে। এর মধ্যে ১৬৫টি ওরাল এবং ১০৯টি পোস্টার প্রবন্ধ উপস্থাপিত হবে। উক্ত কনফারেন্সের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ। এতে স্পন্সর হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…