গত ৩০ মে ২০২৪ তারিখ সকাল অনুমান ০৬.৩০ ঘটিকার সময় পিরোজপুর জেলার সদর থানাধীন মাছিমপুর এলাকায় সংঘটিত মানব পাচার মামলার আসামি নরেশ বিশ্বাস (৩১)’কে র্যাব-১০ এর অভিযানে গ্রেফতার করা হয়েছে।
গত ৩০/০৫/২০২৪ তারিখ সকাল অনুমান ০৬.৩০ ঘটিকার সময় ভিকটিম সবুজ’কে মালয়েশিয়ার একটি নির্মাণ প্রতিষ্ঠানে ভালো বেতনে তিন বছরের জন্য পাঠানোর ব্যবস্থা করে দিবে বলে আসামি নরেশ বিশ্বাস (৩১)’সহ অপরাপর আসামীগণ ৭,০০,০০০/- টাকার চুক্তিতে ভিকটিম’কে বিদেশ পাঠাবে বলে গ্রহণ করে।
পরবর্তীতে ভিকটিম সবুজ’কে প্রতারনার মধ্যমে আসামিগণ তিন মাসের একটি ভিশা প্রদান করে ভিকটিমকে মালয়েশিয়া নিয়ে যায়। মালয়েশিয়া থেকে ভিকটিম সবুজ’কে রিসিভ করার কথা থাকলেও বিমান বন্দরে কোন লোক না পাঠিয়ে চুক্তি অনুযায়ী কাজের ব্যবস্থা না করে ভিকটিমকে অন্য কোনো কম্পানির নিকট বিক্রি করে দেয় এবং ভিকটিমকে কাজের পারিশ্রমিক না দিয়ে যৎ সামান্য খাদ্য প্রদান করে শ্রম আদায় করে।
এ ঘটনায় ভিকটিমের বোন পিরোজপুর সদর থানায় এজাহার দায়ের করলে পিরোজপুর সদর থানার মামলা নং- ২০, তারিখ- ২৪/১০/২০২৫ খ্রি., ধারা- ৬/৭/৯ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ রুজু করা হয়। পরবর্তীতে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষে অধিনায়ক র্যাব-১০ বরাবর একটি অধিযাচন পত্র প্রেরন করেন। অধিযাচন পত্রের ভিত্তিতে র্যাব-১০ এর আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষে তথ্য-প্রযুক্তির ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
গতকাল ২৮/১০/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকায় উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি নরেশ বিশ্বাস (৩১), পিতা- নরেন বিশ্বাস, সাং- মরিচবুনিয়া, থানা- বানারিপাড়া, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।