logo

সময়: ০৩:৩০, মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ০৩:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: নির্বাচনে ষড়যন্ত্র বানচাল ও জামায়াতকে ‘মোনাফেক দল’ আখ্যা দিয়ে দেশবাসীকে সতর্ক

Masud Rana
২৭ অক্টোবর, ২০২৫ | সময়ঃ ১১:০৫
photo
নানা আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: নির্বাচনে ষড়যন্ত্র বানচাল ও জামায়াতকে ‘মোনাফেক দল’ আখ্যা দিয়ে দেশবাসীকে সতর্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার (প্রতিষ্ঠাবার্ষিকীর দিন) রাজশাহী মহানগর ও জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর প্রধান আকর্ষণ ছিল রাজশাহী মহানগরীর বাটার মোড়ে র‌্যালি-পূর্ব সমাবেশ, যেখানে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনকে বানচালের ষড়যন্ত্রের কড়া সমালোচনা করেন এবং জামায়াত-ই-ইসলামীকে 'মোনাফেক দল' আখ্যা দিয়ে দেশবাসীকে সতর্ক করেন।

দিনের কর্মসূচীর উদ্বোধন হয় সোমবার সকাল সাড়ে ৭টায় মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে। এরপর নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন। বিকেলে সাড়ে ৩টায় মহানগরীর বাটার মোড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু এই নির্বাচন বানচাল করতে একটি দল ষড়যন্ত্র করছে। তারা পিআর পদ্ধতি নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, তবে এই ষড়যন্ত্র সফল হবে না। অতিথিরা জামায়াতে ইসলামীকে একটি "মোনাফেক দল" হিসেবে চিহ্নিত করে তাদের তীব্র সমালোচনা করেন। তারা জামায়াতের ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, দলটি জন্মলগ্ন থেকে খারাপের দিকে কাজ করেছে—যেমন ১৯৪৭ সালে ভারতের পক্ষে, ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে কাজ করা এবং ১৯৮৬ সালে স্বৈরাচার পতনের আন্দোলন থেকে বেরিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদের সাথে নির্বাচনে যাওয়া। বক্তারা এই মোনাফেক দল থেকে সাবধান থাকার জন্য দেশবাসীর নিকট আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ঘোষণা করেন, কোনো শক্তিই আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পারবে না। তিনি বলেন, দীর্ঘ সতের বছর যুবদল যেভাবে রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে এবং সকল ষড়যন্ত্র রুখে দেবে। তিনি আরও জানান, তারুন্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে দেশে ফিরবেন এবং ফিরেই তিনি নির্বাচনী প্রচারণায় নামবেন।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগর, জেলা এবং বিভিন্ন থানা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যার মধ্যে উল্লেখযোগ্য—বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য মোহাম্মদ মহসিন, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে নেতৃবৃন্দ বাটার মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি সোনাদিঘীর মোড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…