রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মোড় এলাকার হাজী সামাদ সুপার মার্কেটের ভিতরে রায়হান সুপার মার্কেটের ২য় তলার "লিলি গোল্ড হাউজ" থেকে সংঘটিত ভয়াবহ ১২৫ ভরি স্বর্ণ এবং নগদ অর্থ চুরির ঘটনায় র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন আসামিকে গ্রেফতার করেছে।
গত ০৫/১০/২০২৫ তারিখ রাত অনুমান ২১.৩০ ঘটিকা থেকে ০৬/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার মধ্যে কে বা কাহারা ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মোড় এলাকার হাজী সামাদ সুপার মার্কেটের ভিতরে রায়হান সুপার মার্কেটের ২য় তলার "লিলি গোল্ড হাউজ" নামক জুয়েলারী দোকানে চুরির ঘটনা ঘটে।
অজ্ঞাতনামা চোরচক্র জুয়েলারী দোকানে কেউ না থাকার সুবাদে দোকানের উত্তর পাশের দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে ডিসপ্লেতে থাকা ১২৫ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ২,৩৭,৫০,০০০/- (দুই কোটি সাইত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও ক্যাশ বাক্সে থাকা নগদ ২,৭৫,০০০/- (দুই লক্ষ পঁচাত্তর হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় জুয়েলারী দোকানের মালিক মো: জাকির হোসেন (৩৭) যাত্রাবাড়ী থানায় এজাহার দায়ের করিলে যাত্রাবাড়ী থানার মামলা নং- ১৪, তারিখ- ০৭/১০/২০২৫ খ্রি. ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড, ১৮৬০ রুজু করা হয়।
চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৫/১০/২০২৫ তারিখ রাত অনুমান ০০.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আদর্শ নগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ রাসেল মিয়া (৪১), পিতা- সোহরাব মেম্বার, সাং- চিরাইও, থানা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের চিহ্নিত ও গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
র্যাব সর্বদা সাধারণ জনগণের জানমাল রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের অপরাধ দমনে র্যাব কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।