logo

সময়: ০৮:১১, বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ০৮:১১ অপরাহ্ন

সর্বশেষ খবর

জুলাই জাতীয় সনদ-সহ ৫দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

Masud Rana
১৯ সেপ্টেম্বর, ২০২৫ | সময়ঃ ০৮:৫৮
photo
জুলাই জাতীয় সনদ-সহ ৫দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

মাসুদ রানা রাব্বানী, রাব্বানী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমেই দেশ থেকে চিরতরে ফ্যাসিজমের পথ রুদ্ধ করা সম্ভব। এই অন্তর্বর্তীকালীন সরকারই জুলাই সনদ বাস্তবায়নের সবচেয়ে উপযুক্ত সরকার।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, কোনো সংকট তৈরি না করে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিন। বিদ্যমান কাঠামোতে আবারো নির্বাচন হলে ফ্যাসিজম জন্ম নেবে, আরেকটি হাসিনা সরকার প্রতিষ্ঠিত হবে। ”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজশাহী নগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ৫ দফা দাবিতে এ বিক্ষোভ-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ্যাড. হেলালের বক্তব্যে বলেন, দেশের অগ্রগতির জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। একটি বিশেষ মহলের প্রভাবে সমতা নিশ্চিত হচ্ছে না।
বিকৃত ড্রাফট সংশোধন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে। সরকারের পদক্ষেপ শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছু নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  ড. মাওলানা কেরামত আলী, তিনি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর।

সঞ্চালনা ছিলেন, ইমাজ উদ্দিন মন্ডল, তিনি মহানগর সেক্রেটারি এবং গোলাম মোর্তুজা, জেলা সেক্রেটারি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর, মহানগর জামায়াত, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী সদর আসনের প্রার্থী, অধ্যাপক আব্দুল খালেক, জেলা আমীর, অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, সহকারী সেক্রেটারি, অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি, জসিম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক, অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, ব্যবসায়ী কল্যাণ সেক্রেটারি, অধ্যাপক আবুল কালাম আজাদ, ত্রাণ সম্পাদক ও রাজশাহী-৩ আসনের প্রার্থী ও নুরুজ্জামান লিটন, রাজশাহী-৫ আসনের প্রার্থী।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…