জাতীয় বিশ্ববিদ্যালয়, ২৫ আগস্ট, ২০২৫: উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষাকে অধিকতর জীবনমুখী ও যুগোপযোগী করার জন্য কার্যক্রম শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর অংশ হিসেবে অধিভুক্ত কলেজসমূহে বিরাজমান সমস্যা বা উচ্চশিক্ষার মান উন্নয়নের অন্তরায় চিহ্নিত করে তা দূরীকরণের লক্ষ্যে জেলা কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন সেল গঠন করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলায় প্রথম মতবিনিময় সভার মাধ্যমে এই সেলের কার্যক্রম শুরু হলো বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। সোমবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রফেসর আমানুল্লাহ জানান, জেলা কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন সেলের লক্ষ্য হচ্ছে কলেজ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ পরিচালনা পর্ষদ, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, আইনজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে কলেজসমূহের বিদ্যমান সমস্যা খুঁজে বের করে, তা সমাধানের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতে সহায়তা করার পাশাপাশি দেশপ্রেম এবং নৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা প্রদান করা। এছাড়া কলেজগুলোর জনবল ও ভৌত অবকাঠামোর অবস্থা জানার পাশাপাশি ক্লাসে শিক্ষকগণের নিয়মিত পাঠদান নিশ্চিত করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়।
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান, মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুর রহমান খান, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম এবং মুন্সিগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার। মুন্সিগঞ্জ জেলার কয়েকটি সরকারি বেসরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, জেলা প্রেসক্লাবের সভাপতি বাসির উদ্দিন ভূইয়া এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মোঃ সাহাব উদ্দিন আহাম্মদ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ সবার বক্তব্য ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় যুক্ত করার প্রতিশ্রুতি দেন।
লক্ষ্য অর্জনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর নির্দেশে সংশ্লিষ্ট জেলার একজন খ্যাতনামা শিক্ষাবিদের নেতৃত্বে ২০ সদস্যের জেলা কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন সেল গঠন করা হচ্ছে। সদস্যবৃন্দ হলেন সংশ্লিষ্ট জেলার তিনটি কলেজের অধ্যক্ষ যাদের একজন মহিলা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক-শিক্ষা, জেলা শিক্ষা অফিসার, জেলা বার কাউন্সিল সভাপতি, জেলা প্রেসক্লাব সভাপতি, জেলা এফবিসিসিআই সভাপতি, একটি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, একটি কলেজের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি, দুইটি কলেজের দুইজন শিক্ষক প্রতিনিধি, চারটি কলেজের শিক্ষার্থী প্রতিনিধি যাদের দুইজন ছাত্রী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন সেলের একজন প্রতিনিধি। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই সেল গঠন করা হবে। মুন্সিগঞ্জ জেলায় হলো এই সেলের প্রথম সভা।