logo

সময়: ০৫:৩৪, সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:৩৪ অপরাহ্ন

সর্বশেষ খবর

ইআবির অধীনে সারাদেশে কামিল (মাস্টার্স) পরীক্ষা শুরু

Ekattor Shadhinota
২৪ আগস্ট, ২০২৫ | সময়ঃ ১০:২৩
photo
ইআবির অধীনে সারাদেশে কামিল (মাস্টার্স) পরীক্ষা শুরু

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স)-২০২৩ পরীক্ষা আজ রবিবার (২৪ আগস্ট) সারা দেশে একযোগে শুরু হয়েছে। সকালে রাজধানীর মোহাম্মদপুরে কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শামছুল আলম। এ সময় তাঁর সাথে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন ।

কেন্দ্র পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর বলেন, আমরা সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে কামিল (মাস্টার্স) পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধপরিকর। সারাদেশে সকল পরীক্ষা কেন্দ্রে সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষায় কোন অনিয়মের আশ্রয় না নিয়ে মাদরাসা শিক্ষার্থীরা নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিজেদের মূল্যায়িত করবেন এবং আধুনিক জ্ঞান ও গবেষণায় সমৃদ্ধ হয়ে সমাজে নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশা করি।

এবছর মাস্টার্স পরীক্ষায় সারাদেশের মোট ৪৯ টি কেন্দ্রে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি  বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর  ২০২৫ পর্যন্ত পরীক্ষা চলবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…