logo

সময়: ১০:৫১, বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১০:৫১ অপরাহ্ন

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রৌমারীতে ত্রিমুখী হত্যাকান্ডের আসামি রাসেল মিয়া (২২)’কে গাজীপুর ভোগড়া বাইপাস এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।

Ekattor Shadhinota
২৫ আগস্ট, ২০২৫ | সময়ঃ ১০:৩৪
photo
কুড়িগ্রামের রৌমারীতে ত্রিমুখী হত্যাকান্ডের আসামি রাসেল মিয়া (২২)’কে গাজীপুর ভোগড়া বাইপাস এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।

  কুড়িগ্রামের রৌমারী থানার আলোচিত ত্রিমুখী হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ রাসেল মিয়া (২২), পিতা- মোঃ লাল মিয়া, সাং- নয়ারচর, থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রাম’কে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ২৪/০৮/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.২০ ঘটিকায় জিএমপি, গাজীপুরের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

  গত ২৪/০৭/২০২৫ তারিখ সকালে রৌমারী উপজেলার নয়ারচর গ্রামে জমি সংক্রান্তে পূর্ব বিরোধের জেরে আরিফ হাসান (২২) ও তার পরিবারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৃশংস হামলা চালানো হয়। এ সময় ফুল বাবু (৪৫), বুলু মিয়া (৪৭), নুরুল আমিন (৩৫), মো: মজিদ (২০) ও মো: মজনু (১৮) ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হামলায় ঘটনাস্থলেই ফুল বাবু ও নুরুল আমিন মৃত্যুবরণ করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলু মিয়াও মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও তিনজন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়।

  এ ঘটনায় রৌমারী থানায় হত্যা মামলা দায়ের হলে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। পরবর্তীতে র‌্যাব-১০ এবং র‌্যাব-১-এর যৌথ অভিযানে গাজীপুর থেকে রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…