logo

সময়: ১২:৪৭, মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

পার্বতীপুরে নতুন এসিল্যান্ড হিসাবে যোগদানমাহমুদ হুসাইন রাজু

Ekattor Shadhinota
২৪ আগস্ট, ২০২৫ | সময়ঃ ১০:১৮
photo
পার্বতীপুরে নতুন এসিল্যান্ড হিসাবে যোগদানমাহমুদ হুসাইন রাজু

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর দীর্ঘ পাঁচ মাস পর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০তম ব্যাচের কর্মকর্তা মাহমুদ হুসাইন রাজু।

তিনি ২০২২ সালের ৪ ডিসেম্বর সরকারি বিসিএস প্রশাসন চাকরিতে যোগদান করেন। পার্বতীপুরে যোগদানের আগে তিনি শিক্ষানবিশ হিসেবে ২০২২ সালের ৪ ডিসেম্বর তিনি প্রথমে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলা সদরে।

হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়ার অঙ্গীকার করে নতুন পার্বতীপুর সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হুসাইন রাজু বলেন, আমি এখানেই প্রথম এসিল্যান্ড যোগদান করেছি। আমার প্রথম কাজ হবে হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়া। যে কোনো সময় জনগণকে ভূমি সংক্রান্ত সার্বিক সেবা দেওয়া হবে। জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।

গত ৫ মাস উপজেলা সহকারি কমিশনার (ভূমি)’র পদ শূণ্য ছিল। গত ৫ মাসে ৩ হাজার নামজারি (মিউটেশন) নিষ্পত্তি করেছেন। যা প্রশাসনিক বা ভূমি-সংক্রান্ত প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…