logo

সময়: ০৫:৪৬, রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

ফরিদপুরের মধুখালীতে র‌্যাব-১০ এর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার: পাকিস্তানি রিভলভার ও গুলি জব্দ।  

Ekattor Shadhinota
২৩ আগস্ট, ২০২৫ | সময়ঃ ১০:১৭
photo
ফরিদপুরের মধুখালীতে র‌্যাব-১০ এর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার: পাকিস্তানি রিভলভার ও গুলি জব্দ।  

  ফরিদপুর জেলার মধুখালী থানার দেলমোহারপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ একটি সফল অভিযান পরিচালনা করে একটি পাকিস্তনি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ কেস উদ্ধার করেছে।

  অদ্য ২৩/০৮/২০২৫ তারিখ রাত আনুমানিক ০১.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি চৌকস টিম দেলমোহারপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সিপিসি-৩, কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম।

  অভিযানের সময় ইব্রাহীম খান (৬৭) নামের এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

  আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…