আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের লায়ন জেলা ৩১৫বি৪ এর লায়ন্স ক্লাব চিটাগং তিলোত্তমা’র ২০২৫-২০২৬ সেবাবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম নগরীর একটি অভিজাত মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ক্লাব সভাপতি লায়ন সিফাত আল মনসুর এর সভাপত্বিতে ও লায়ন জেলার রিজিয়ন ও ক্লাব চেয়ারপারসন লায়ন সাহেলা আবেদীন এবং ক্লাবের বোর্ড অব ডিরেক্টর্স কর্তৃক ২০২৫-২৬ সেবাবর্ষের জন্য লায়ন্স ক্লাব অব তিলোত্তমা’র কমিটি গঠন করা হয়েছে।
সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন হুমায়রা ইসলাম এবং সাধারণ সম্পাদক লায়ন বিকিরন বড়ুয়া রাসেল এবং ট্রেজারার লায়ন মোঃ হারুনুর রশিদ।
অন্যদের মধ্যে কমিটির অন্য সদস্যরা হলেন- লায়ন শিরিনুর আকতার নিশি, লায়ন প্রফেসর জুনাইদ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ আমিন ও লায়ন রিসালত তুলি, জয়েন্ট ট্রেজারার লায়ন মোঃ পন্টি, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মোঃ সাব্বির আহমেদ, ডিরেক্টর ডা. বিউটি পাল, ডা. শেফাতুজ্জাহান।