logo

সময়: ০৯:১১, বুধবার, ০৯ জুলাই, ২০২৫

২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ০৯:১১ অপরাহ্ন

সর্বশেষ খবর

বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভের দূর্ঘটনায় চীনা কর্মকর্তার মৃত্যু

D.M.R. BABUL
০৯ জুলাই, ২০২৫ | সময়ঃ ০৩:৪৪
photo
বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভের দূর্ঘটনায় চীনা কর্মকর্তার মৃত্যু

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধিঃ

দিনাজপুর পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির ১২৩৫ ফিট ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইজে হাইড্রলিক্স জগের নীচে চাপা পড়ে চায়না শিফট ম্যানেজার মি.ওয়াং জিয়াং গো (৫৬) মারা যান।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৭টায় কয়লা খনির ১২৩৫ ফিট ভূ-গর্ভের নিচে এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় বুধবার (৯ জুলাই) পার্বতীপুর মডেল থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। (মামলা নং-৩১)। নিহত চাইনীজ ওয়াং জিয়ান গুয়ো (৫৬) সুরতহাল প্রতিবেদন তদন্ত সম্পন্ন হয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত চায়না নাগরিক মিষ্টার ওয়াং জিয়ান গুয়ো ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসে ট্রাক গেইট হতে হাইড্রোলিক সাপোর্টগুলি বাহির করার সময় অসাবধানতায় স্টিল রোপের সাথে আটকে যায়। তাৎক্ষণিক মিষ্টার ওয়াং জিয়ান গুয়োকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালে চিকিৎসক রাত সাড়ে ৮টার সময় তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপার বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, গত ২৩ জুন খনির ১৩০৫ নম্বর ফেইসে কয়লা মজুত হলে সেই সরঞ্জাম নতুন ১৪০৫ নম্বর ফেইজে আনার কাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসে ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলি বাহিরকালে অসাবধানতায় স্টিল রোপের সাথে আটকে গুয়ো গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…