logo

সময়: ০১:০৪, বুধবার, ০৮ মে, ২০২৪

২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ০১:০৪ অপরাহ্ন

সর্বশেষ খবর

বিএসটিআই, ময়মনসিংহ সার্ভিল্যান্স অভিযান (পণ্যের মান নিয়ন্ত্রণ) স্হান: ত্রিশাল ও ভালুকা উপজেলা, ময়মনসিংহ।

Ekattor Shadhinota
২৩ জানুয়ারী, ২০২৪ | সময়ঃ ১০:০৩
photo
বিএসটিআই, ময়মনসিংহ সার্ভিল্যান্স অভিযান

অদ্য ২৩/০১/২০২৪ তারিখে ময়মনসিংহ জেলার ত্রিশাল ও ভালুকা উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানের কার্যক্রম নিম্নরুপ:

ক) সিএম লাইসেন্স ব্যতীত নিম্নবর্নিত প্রতিষ্ঠানসমূহ কে বিস্কুট পণ্য উৎপাদন করতে দেখা যায়:  কাদের বেকারী, ত্রিশাল বাস স্ট্যান্ড, ( মুসা মার্কেট সংলগ্ন) ত্রিশাল   সারা বেলা রেস্টুরেন্টে, মেজরভিটা, ভালুকা,   বি বাড়িয়া বেকারি, মেজরভিটা, ভালুকা  খ) সিএম লাইসেন্স ব্যতীত নিম্নবর্নিত প্রতিষ্ঠানসমূহ কে পোল্ট্রি ফিড ও ফিস ফিড পণ্য উৎপাদন করতে দেখা যায়:  কৃষিবিদ ফিড লিমিটেড, নিশিন্দা, ভরাডোবা, ভালুকা  প্রভিটা ফিস ফিড লিমিটেড, মামারিশপুর, মল্লিকবাড়ি, ভালুকা, ময়মনসিংহ।    সৌদি বাংলা ফিস ফিড লিমিটেড, কাঠালী, ভালুকা, ময়মনসিংহ।    মাদানী এন্ড সন্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লি, মাদানী চৌরাস্তা মোড়, বাইপাস মোড়, ত্রিশাল,

গ) নিম্নবর্নিত ৩টি ফিড মিল বন্ধ পাওয়া যায়:

   এম. এস. এস. এস ফিড মিলস লিমিটেড, রাংচাপড়া, ভালুকা, ময়মনসিংহ বন্ধ   মাক্কি ফিড মিল, ফায়ার সার্ভিস মোড়, গৌফুরগাও রোড, ভালুকা,   ভালুকা ফিড লিমিটেড, রাংচাপড়া, ভালুকা, ময়মনসিংহ।

ঘ) সিএম লাইসেন্স ব্যতীত নিম্নবর্নিত প্রতিষ্ঠানসমূহ কমন বিল্ডিং ক্লে ব্রিকস (ইট) পণ্য উৎপাদন করতে দেখা যায়:

   আর আর ট্রেডার্স, বাগান, ঢাকা- ময়মনসিংহ হাইওয়ে, ত্রিশাল,    ঝলোক ব্রিকস ফিল্ড, কাজির শিমলা, ত্রিশাল।

ঙ)  এস এম সি এন্টারপ্রাইজ লি, ভালুকা, ময়মনসিংহ প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত সফট ড্রিংকস পাউডার পণ্যের নমুনা গুনগত মান যাচাইয়ের নিমিত্ত কারখানা পরিদর্শনপূর্বক সংগ্রহ করা হয়েছে।

আগামী এক সপ্তাহের মধ্যে বর্নিত প্রতিষ্ঠান সমূহ লাইসেন্স গ্রহণের নিমিত্তে আবেদন দাখিল না করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উক্ত সার্ভিল্যান্স অভিযানটি জনাব মোঃ রকিবুল হাসান, সহকারী পরিচালক (সিএম) ও প্রকৌ. মোঃ নজরুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে পরিচালিত হয়।

জনস্বার্থে বিএসটিআই, ময়মনসিংহ অফিসের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…