logo

সময়: ০৮:১৮, রবিবার, ১৯ মে, ২০২৪

৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ০৮:১৮ অপরাহ্ন

সর্বশেষ খবর

জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

zahurul islam
০৭ মে, ২০২৪ | সময়ঃ ১০:৪২
photo
জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মোঃ জহুরুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ  ০৭ মে ২০২৪ ইং
জয়পুরহাটে ভ্যানচালক আবু সালাম হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার কালাই উপজেলার আওড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে হারুন অর রশিদ, মোসলেমের ছেলে মোস্তাক ও জসিমের ছেলে হাফিজার। এদের মধ্যে হারুন অর রশিদ পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ এলাকার ভ্যানচালক আবু সালামকে আসামীরা শ্বাসরোধে হত্যা করে কালাই পৌরসভার আওড়া এলাকার একটি পুরাতন কবরে লাশ লুকিয়ে রেখে ভ্যান ছিনতাই করে নিয়ে যায়। ২০০৫ সালের ১৩ জানুয়ারি দুপুরে স্থানীয়রা ওই কবরে জীবজন্তু খাওয়া অবস্থায় তার লাশের পা দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।  

এ ঘটনায় কালাই থানার তৎকালীন পরিদর্শক মির্জা মোঃ শাহাজাহান আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…