Abdul Ohab
কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলার গণসংযোগে হামলা করেছে ধানের শীষের প্রার্থী আবুল কালামের সমর্থকরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারণার ২য় দিন শুক্রবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় দোলার ৩ জন কর্মী আহত হন।
জানা যায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার জন্য স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা শুক্রবার দুপুর ১২টায় উপজেলার উত্তর ঝলম ইউনিয়নের রাজাপুর গ্রামে গেলে রহমত উল্লাহর নেতৃত্বে আলআমিন, হিরন, খোকন, বিল্লাল, ইয়ামিন, সোলেমান, কাউসারসহ ধানের শীষের প্রার্থী আবুল কালামের একদল কর্মী অতর্কিত সশস্ত্র হামলা করে। হামলায় রতন, তানভীর, মহসিন, রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা বলেন, আমরা নির্বাচনী প্রচরণায় গেলে আবুল কালামের সন্ত্রাসী বাহিনী আমার নেতাকর্মীদের উপর হামলা করে তাদের আহত করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্ত শাস্তি চাই।
এবিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছি, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।