logo

সময়: ১০:৩০, শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১০:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

কুমিল্লা ৯ আসনে আবুল কালামের ব্যাপক গণসংযোগ মনোহরগঞ্জ (কুমিল্লা)

Abdul Ohab
২৩ জানুয়ারী, ২০২৬ | সময়ঃ ১০:৪৯
photo
কুমিল্লা ৯ আসনে আবুল কালামের ব্যাপক গণসংযোগ মনোহরগঞ্জ (কুমিল্লা)

সংবাদদাতা কুমিল্লা -৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
 
সকাল ১০টায় পিতার কবর জিয়ারতের মাধ্যমে তিনি প্রচারনা শুরু করেন। দুপুর ১টার পর থেকে মো.আবুল কালাম মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচনী পথ সভা করেন।
 
এ সময় তিনি বলেন-আগামী ১২ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। বিএনপি'র সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দেড় দশক আন্দোলন সংগ্রামের পর বাংলাদেশের মানুষ তাদের ভোট অধিকার ফিরে পেয়েছে। তাই আমাদের প্রত্যাশা,আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বস্তরের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে প্রস্তুত হয়ে আছে।
 
তিনি বলেন, সর্বস্থরের মানুষের সাথে সর্বস্থায় ভালো আচরণ করে ধানের শীষের প্রতীকে ভোট চাইতে হবে। জনগণের সাথে জবাবদিহিতা মূলক মনোভাব নিয়ে রাজনীতি করতে হবে। সকল অপশক্তিকে মোকাবিলা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। সর্বোপরি কথা হলো ধানের শীষে ভোট দিলে,পাঁচ বছর নিরাপদে রাখতে আমরা বদ্ধপরিকর।
 
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন,  সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন, দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা মহিলা দলের আহবায়ক রিনা আক্তার,সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী, ওলামা দলের আহবায়ক মাওলানা মহিন উদ্দিন, সদস্য সচিব মাওলানা শামীমসহ মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…