মোঃরফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন তরুণ ও সম্ভাবনাময় নেতা এডভোকেট নাজমুল হুদা হিমেল।
সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক মরহুম এডভোকেট আব্দুল মজিদ-এর সুযোগ্য সন্তান হিসেবে হিমেল তাঁর বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণ ও রাজনৈতিক ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর।
বাবার আদর্শে পথচলা
হিমেল কেবল একজন প্রার্থীই নন, তিনি সুনামগঞ্জের সাধারণ মানুষের কাছে পরিচিত এক বিশ্বস্ত মুখ। তাঁর পিতা মরহুম এডভোকেট আব্দুল মজিদ দীর্ঘকাল গণমানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন।
বাবার হাত ধরেই রাজনীতির পাঠ নেওয়া হিমেল এখন সেই সেবার ঝাণ্ডা তুলে নিয়েছেন নিজের কাঁধে। তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর রাজনীতির মূল শক্তি।
তরুণদের প্রত্যাশা ও হিমেলের প্রতিশ্রুতি
একজন তরুণ নেতা হিসেবে নাজমুল হুদা হিমেল এলাকার যুবসমাজের আইকন হয়ে উঠেছেন।
নির্বাচনী প্রচারণায় তিনি তুলে ধরছেন বেকারত্ব দূরীকরণ, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার এবং কৃষিপ্রধান সুনামগঞ্জের কৃষকদের মানোন্নয়নের রূপরেখা। তাঁর মতে, “রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং জনগণের সুখ-দুঃখে পাশে থাকার মাধ্যম।”
জনগণের সাথে নিবিড় যোগাযোগ
বিগত কয়েক মাস ধরে হিমেলকে দেখা গেছে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরের অলিতে-গলিতে। সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া, তাঁদের অভাব-অভিযোগ শোনা এবং তাৎক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে ইতোমধ্যেই তিনি ভোটারদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
বড়দের প্রতি বিনয় আর ছোটদের প্রতি স্নেহশীল আচরণ তাঁকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করেছে।
নির্বাচনী মাঠের পরিস্থিতি নিয়ে নাজমুল হুদা হিমেল বলেন,
"আমার বাবা আজীবন লাঙ্গল প্রতীকে রাজনীতি করেছেন এবং সুনামগঞ্জের মানুষের সেবা করেছেন। আমি তাঁর রেখে যাওয়া আদর্শ ও রাজনৈতিক ক্যারিয়ারকে এগিয়ে নিতে চাই। লাঙ্গল শান্তি ও উন্নয়নের প্রতীক। আমি বিশ্বাস করি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমাকে সেবা করার সুযোগ দেবেন।
সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির নেতা-কর্মীরা হিমেলকে নিয়ে বেশ উজ্জীবিত।
তৃণমূল পর্যায়ের কর্মীরা মনে করছেন, শিক্ষিত ও মার্জিত এই তরুণ নেতার মাধ্যমেই জাতীয় পার্টির হারানো গৌরব ফিরে আসবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
এখন দেখার বিষয়, নির্বাচনী লড়াইয়ে এই তরুণ শেষ পর্যন্ত কতটা সফল হন।