logo

সময়: ১১:৪২, বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১১:৪২ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

Masud Rana
১৯ জানুয়ারী, ২০২৬ | সময়ঃ ০৯:৫৭
photo
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র
সংসদ (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারকে পাবনা মানসিক
হাসপাতালে ভর্তি করার দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি
হয়েছে। এ দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র
সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবন
সংলগ্ন প্যারিস রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মসূচিতে শাকিলুর রহমান সোহাগ বলেন, সাধারণ
শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের পাগলা কুত্তা’র হামলার হাত থেকে রক্ষা
করতে হলে সালাহউদ্দিন আম্মারকে দ্রুত পাবনা মানসিক হাসপাতালে ভর্তি
করা হোক বা তার পিতা-মাতার নিকট হস্তান্তর করা হোক।
তিনি আরও দাবি করেন, রবিবার (১৮ জানুয়ারি) কেম্পাসে টাঙানো
বিএনপি নেতাকর্মীদের স্থানীয় এক নেতা তারেক রহমানকে অভিনন্দন
জানিয়ে প্রতিষ্ঠিত ব্যানার খুলে দেয় রাকসুর সেই মবহবৎধষ ংবপৎবঃধৎু। এই
ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছাত্রদল এমন দাবি তুলেছেন।
মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে রাবি
শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ প্রায়
দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
শাকিলুর রহমান সোহাগ বলেন, যদি তাকে মানসিক হাসপাতালে ভর্তি না
করা হয়, তাহলে তারা আগামীতে সালাহউদ্দিন আম্মারকে পাঠানোর জন্য
প্রস্তুত থাকবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…