Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর ফুলতলা ঘাট
এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল
ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২১ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১২টায় মতিহার থানার
কাজলা ফুলতলা ঘাটে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২০০ পিস
ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এ সময় রাজশাহী
ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ তালাইমারী বিওপির সদস্যদের
উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারীরা কারবারীরা।
জব্দকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে মতিহার থানায়
হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।