logo

সময়: ১০:১১, সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ১০:১১ অপরাহ্ন

সর্বশেষ খবর

৫৯ বিজিবি অধীস্থ ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশে ২৭ জন আটক

Ekattor Shadhinota
২২ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ০৩:৫৪
photo
৫৯ বিজিবি অধীস্থ ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশে ২৭ জন আটক

মাহিদুল ইসলাম ফরহাদ 

 চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জ জেলার মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধীনস্থ ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ২৭ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল  (২২ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ০৪.০০ ঘটিকার সময় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ২৭ জন (পুরুষ-০৮, নারী-১২, শিশু-০৫, তৃতীয় লিঙ্গ-০২) ব্যক্তি পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি কর্তৃক আটক হয়। উক্ত ব্যক্তিবর্গ বিভিন্ন সময় পাসপোর্ট বিহীন সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিল। পরবর্তীতে পাসপোর্ট ব্যতীত তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি কর্তৃক গ্রেফতার হয়। বর্তমানে তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশী নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন!
অনুপ্রবেশকারীরাকে  প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা অবৈধভাবে সীমান্ত অতিকারের বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…