logo

সময়: ১০:১৫, সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ১০:১৫ অপরাহ্ন

সর্বশেষ খবর

মানবিক রাজাপুর-কাঁঠালিয়া গড়ার প্রত্যয়ে নির্বাচনে আসছেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

Ekattor Shadhinota
২২ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ০৩:৩৮
photo
মানবিক রাজাপুর-কাঁঠালিয়া গড়ার প্রত্যয়ে নির্বাচনে আসছেন সাবেক ছাত্রনেতা মাওলানা মোঃ আবু ইউসুফ

ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মানবিক রাজাপুর-কাঁঠালিয়া গড়ার  স্বপ্নদ্রষ্টা ,   সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মী মাওলানা মোঃ আবু ইউসুফ।
তিনি বর্তমানে রাজাপুর কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন, নৈতিকতা চর্চা এবং যুব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
৩৬ বছর বয়সী এই সাবেক ছাত্রনেতা মনে করেন, রাজনীতি হওয়া উচিত মানুষের দুঃখ-কষ্ট লাঘবের একটি কার্যকর মাধ্যম। সেই বিশ্বাস থেকেই তিনি রাজাপুর-কাঁঠালিয়াকে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে নামছেন।
এ প্রসঙ্গে মাওলানা মোঃ আবু ইউসুফ বলেন,
“ছাত্রজীবন থেকে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি এবং মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানবিক রাজাপুর-কাঁঠালিয়া গড়ার যে স্বপ্ন আমি দেখি, তা বাস্তবায়নে জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে নির্বাচনে এসেছি। ”
তিনি নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, বাজার ব্যবস্থাপনার আধুনিকায়ন, স্যানিটেশন ও পরিবেশ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যুব সমাজের নৈতিক বিকাশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন,
“দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সৎ ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।”
স্থানীয় বিশিষ্টজন ও সচেতন মহলের মতে, একজন সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মী হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা ঝালকাঠি-১ আসনের রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা বহন করছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…