মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর পৃষ্ঠপোষকতায়, ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভসিটি বাংলাদেশ (আইইউবি) এর আয়োজনের এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এমটিবি আন্তর্জাতিক মাস্টারস দাবা প্রতিযোগিতার খেলা আগামীকাল (সোমবার) দুপুর ২-০০ টা হতে , ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভসিটি বাংলাদেশ (আইইউবি) এর মাল্টিপারপাস হলে শুরু হবে। আজ (রোববার) বিকালে ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভসিটি বাংলাদেশ (আইইউবি) এর মাল্টিপারপাস হলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেনঃ ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভসিটি বাংলাদেশ (আইইউবি) এর ট্রাস্টি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান রাশেদ চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভসিটি বাংলাদেশ (আইইউবি) এর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান দিদার এ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভসিটি বাংলাদেশ (আইইউবি) এর ট্রাস্টি তাওহীদ সামাদ, ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভসিটি বাংলাদেশ (আইইউবি) এর উপাচার্য প্রফেসর এম, তামিম, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও বাংলাদেশ পুলিশের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও উিচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও বখতিয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন (আইইউবি) দাবা ক্লাবের সভাপতি জাস্টিন ম্যাথুয়াস। বাংলাদেশ, ভারত ও নেপালের ১০ খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন, এদের মধ্যে ৩ জন আন্তর্জাতিক মাস্টার, ৩ জন ফিদে মাস্টার ও ১ জন ক্যান্ডিডেট মাস্টার রয়েছেন। খেলোয়াড়রা হলেনঃ ১। আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন, ২। অমিত বিক্রম রায়, ৩। নেপালের ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষত্তোম, ৪। আন্তর্জাতিক মাস্টার মনন রোজ নীড়, ৫। ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ৬। ভারতের বিভর আদাক, ৭। ভারতের অর্পন দে (জুনিয়র), ৮। ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ৯। ভারতের ফিদে মাস্টার গুরপ্রিত পাল সিং ও ১০। আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। আগামীকাল (সামবার) প্রথম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন আন্তর্জাতিক মাস্টার আবু সফিয়ান শাকিলের সাথে, অমিত বিক্রম রায় ফিদে মাস্টার গুরপ্রিত পাল সিংযের সাথে, ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষত্তোম ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদের সাথে, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় অর্পন দে (জুনিয়র) এর সাথে এবং ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম বিভর আদাকের সাথে খেলবেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ ইভেন্টে বিজয়ীদের নগদ এক লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।