Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) তালাইমারী বিওপির বিশেষ আভিযানিক দলের অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত পেনে ২টায় মতিহার থানার দাসমারী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একদল মাদক ব্যবসায়ী দাসমারী এলাকার মধ্য দিয়ে মাদক পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল সেখানে পৌঁছালে সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা একটি মোটরসাইকেল ফেলে রেখে অন্ধকারে গ্রামের ভেতরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে পরিত্যাক্ত অবস্থায় টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল ১টি, ১৫০ গ্রাম গাঁজা এবং ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত মোটরসাইকেল ও মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়ার হয়েছে।
পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।