logo

সময়: ০৭:৩২, বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৭:৩২ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজধানীর জুরাইনে গুলিতে পাপ্পু শেখ (২৬) হত্যার চাঞ্চল্যকর মামলায় দুইজন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

Ekattor Shadhinota
০২ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ০৮:৩১
photo
রাজধানীর জুরাইনে গুলিতে পাপ্পু শেখ (২৬) হত্যার চাঞ্চল্যকর মামলায় দুইজন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

রাজধানীর কদমতলী থানাধীন *জুরাইনস্থ কবি নজরুল লেন কানা জব্বারের গলিতে* গতকাল ০১/১২/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকার সময় একটি পরিকল্পিত সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী *সিএনজি অটোরিক্সা চালক মোঃ পাপ্পু শেখ (২৬)* এর সাথে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী* বাপ্পারাজ ওরফে বাপ্পা গ্রুপের সহিত মাদক ব্যবসাকে কেন্দ্র করে* উক্ত গ্রুপের সদস্যরা তাকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালায়।

ভুক্তভোগী পাপ্পু তার শ্বশুর বাড়ীতে বেড়াতে যাওয়ার জন্য পূর্ব জুরাইনস্থ তার নিজ ভাড়া বাসা হতে বের হলে আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র সহ আসামিরা তাকে জোরপূর্বক ধরে রাখে। এ সময় বাপ্পারাজ ওরফে বাপ্পা (৪০) তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দ্বারা *ভুক্তভোগীকে লক্ষ্য করে পরপর ০৩ টি গুলি করে* এবং তার মধ্যে একটি গুলি *ভুক্তভোগীর পুরুষাঙ্গের বাম পাশে লেগে গুলিবিদ্ধ অবস্থায় পাপ্পু ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। * স্থানীয় লোকজন গুরুতর আহত পাপ্পুকে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাপ্পুকে মৃত ঘোষণা করে।

 ঘটনাটির পর ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় মামলা নং- ০১, তারিখ- ০২/১২/২০২৫ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী একটি মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

  সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্প, র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অদ্য ০২/১২/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১:১৫ ঘটিকার সময় রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন আলমবাগ এলাকা হতে উক্ত মামলার এজাহারনামীয় আসামি *১। মোঃ ইউসুফ সরদার (৪৫),* পিতা- মৃত সাইজুদ্দিন সরদার, সাং- জুরাইন আলমবাগ, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা এবং একই তারিখ দুপুর আনুমানিক ১২:১৫ ঘটিকার সময় রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট এলাকা হতে এজাহারনামীয় অপর আসামি *২। মোঃ উজ্জল ওরফে কাঞ্চি (৩০),* পিতা- মৃত মজিবর, সাং- মেরারবাগ, থানা- লালবাগ, ডিএমপি , ঢাকা’দ্বয়কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মোঃ ইউসুফ সরদার (৪৫) এর বিরুদ্ধে মাদক আইনের মামলাসহ মোট ০৩ টি মামলা রয়েছে এবং অপর গ্রেফতারকৃত আসামি ২। মোঃ উজ্জল ওরফে কাঞ্চি (৩০) এর বিরুদ্ধে মাদক আইনের ০২ টি মামলা রয়েছে।  গ্রেফতারকৃত আসামী’দ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…