logo

সময়: ০৭:৩২, বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৭:৩২ অপরাহ্ন

সর্বশেষ খবর

পার্বতীপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

Ekattor Shadhinota
২৬ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:০৯
photo
পার্বতীপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
“ দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি’ প্রাণী সম্পদে হবে উন্নতি” এ স্লোগানকে ধারণ করে পার্বতীপুরে সপ্তাহব্যাপী জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ প্রদর্শনী শুরু হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুর ১২ বার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের পুরাতন বাজার এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন সপ্তাহব্যাপী জাতীয় প্রানী সম্পদ সপ্তাহ উদযাপনের এ কর্মসূচি উদ্বোধন করেন। পরে একই স্থানে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পবিত্র কুমার রায়। সভায় বক্তব্য রাখেন ভেটেনারী সার্জন ডাঃ মোছাহেব আহমদ নাঈম, সফল খামারী শফিকুল ইসলাম, পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফন নাহার ও অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রাণী সম্পদ খাতে কাঙ্খিত উন্নতির জন্য এ বছরের জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপনের মধ্যে দিয়ে প্রাণী সম্পদ উন্নয়নের
৬টি লক্ষ্য অর্জনে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও খামারীদের এক যোগে কাজ করতে হবে।
লক্ষ্যগুলো হল- দেশীয় জাতের সংরক্ষণ, উন্নয়ন ও সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির সর্বোক্তম ব্যবহার , খামার ব্যবস্থাপনার ডিজিটাল রুপান্তর, নিরাপদ, স্বাস্থ্য সম্মত ও উচ্চ মানের উৎপাদন নিশ্চিত করণ, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও বানিজ্যিক সক্ষমতা বৃদ্ধি এবং একটি টেকসই, আধুনিক ও লাভজনক প্রাণী সম্পদ খাত গড়ে তোলা।

উপজেলার বিভিন্ন জায়গা থেকে নানান জাতের গরু, মহিস, ছাগল, ভেরা / দুম্বা, বিড়াল, হাঁস, মুরগি, কবুতর ও পশুপাখি নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন খামারি, উদ্যোক্তা, পশু ও প্রাণিপ্রেমীরা। অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। দিনব্যাপী প্রদর্শনী দেখতে ভিড় জমায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানান শ্রেণীপেশার মানুষ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…