জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ী
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী নুরুল আমিন(৬৫)ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায় যে, সোনাইমুড়ী ফায়ার সার্ভিস এর বিপরীত পাশে ব্যবসায়ী নুরুল আমিনের মার্কেট এর ভিতরে পরিবারের ইচ্ছা অনুযায়ী তাকে কবরস্থ করা হয়। পার্শ্ববর্তী ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে ব্যবসায়ী নুরুল আমিন দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।
নুরুল আমিনের ছেলে তানজিল ইসলাম জানান,বৃহস্পতিবার দিবে গত রাত প্রায় দুই টার সময় ঢাকা পপুলার হাসপাতালে আমার বাবা ব্যবসায়ী নুরুল আমিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের মার্কেটের ভিতরে বাবাকে কবরস্থ করি।
জাহানাবাদ গ্রামের ব্যবসায়ী নুরুল ইসলামের মেয়ের জামাতা দিপু বলেন,ছোটবেলা থেকেই আমার শশুর অনেক কষ্ট করে আসছে,তাই আমরা অন্য কোন স্থানে উনাকে সমাহিত না করে, উনার মার্কেটের ভিতরে উনাকে কবরস্থ করি।
সমাজ সেবক গোলাম ফারুক টুটুন বলেন, এখানে কারো কিছু করার নেই, তারা পারিবারিক সিদ্ধান্তের আলোকে তাকে মার্কেটের ভিতরে কবরস্থ করে।
মার্কেটের ভিতরে প্রায় দীর্ঘ ১১ বছর সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন, বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ মোস্তফা মিঠন বলেন,মার্কেটটি তাদের তারা তাদের মার্কেটটিতে কবরস্থান বা অন্য কিছু করলেও এটা তাদের একান্তই সিদ্ধান্ত, আমার কিছু করার নেই। আমি মার্কেটের ভিতরে থাকা আমার মালামাল অন্যত্রে সরিয়ে নিয়েছি।
সোনাইমুড়ী থানা মসজিদের ইমাম ওয়ালিউল্লাহ বলেন, আমরা পৃথিবীতে ক্ষণিক সময়ের জন্য এসেছি মাত্র। আমাদেরকে আমাদের আখরী গন্তব্যে লক্ষ্য স্থির করতে হবে এবং দুনিয়ার জিন্দেগীর পাশাপাশি আখেরাতে জিন্দেগীর জন্যও ভালো আমল করতে হবে। সুনামধন্য ব্যবসায়ী নুরুল আমিন তার নিজের মার্কেটের ভিতরে আজ চিরুনিদ্রায় শায়িত আছেন আমরা উনার জন্য দোয়া করবো।
উল্লেখ্য, মৃত ব্যবসায়ী নুরুল আমিন এর ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।