logo

সময়: ১২:৩৫, শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ খবর

মনোহরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Ekattor Shadhinota
০৪ এপ্রিল, ২০২৫ | সময়ঃ ১০:৫০
photo
মনোহরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে মধ্যরাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে (৩০) ধর্ষণের অভিযোগে সুজন (৩৪) নামে এক যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় মনোহরগঞ্জ থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরসপুর দক্ষিণপাড়া নতুন বাড়িতে ধর্ষণের এ ঘটনা ঘটে। মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বিষয়টি  নিশ্চিত করেছেন।
অভিযুক্ত সুজন মনোহরগঞ্জ উপজেলার সরসপুর পশ্চিমপাড়ার সাইদুল হকের ছেলে। ভুক্তভোগী ওই নারীর স্বামী একজন দুবাই প্রবাসী। তিনি তার একমাত্র সন্তানকে নিয়ে নতুন বাড়িতে বসবাস করছেন।
ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে জানান, রাত সাড়ে ১১টার দিকে ঘরের দরজায় ধাক্কাধাক্কির শব্দ শুনে জিজ্ঞাসা করতেই বাইরে থেকে বলে সুজন। তার সঙ্গে কথা আছে (ভুক্তভোগীর সঙ্গে) বলে দরজা খুলতে বলে। এত রাতে কেন দরজা ধাক্কা দিচ্ছে জানতে চাইলে তিনি কিছু টাকা ধার চায়। টাকা দিতে অস্বীকার করলে একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করে।
মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত সুজনকে ডেকে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত হলে সুজনকে আটকে রাখে ও পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। মামলা হওয়ার পর ধর্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লার মনোহরগঞ্জে মধ্যরাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে (৩০) ধর্ষণের অভিযোগে সুজন (৩৪) নামে এক যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় মনোহরগঞ্জ থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেছেন। এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সরসপুর দক্ষিণপাড়া নতুন বাড়িতে ধর্ষণের এ ঘটনা ঘটে। মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বিষয়টি  আমাদের প্রতিনিধি কে নিশ্চিত করেছেন।
অভিযুক্ত সুজন মনোহরগঞ্জ উপজেলার সরসপুর পশ্চিমপাড়ার সাইদুল হকের ছেলে। ভুক্তভোগী ওই নারীর স্বামী একজন দুবাই প্রবাসী। তিনি তার একমাত্র সন্তানকে নিয়ে নতুন বাড়িতে বসবাস করছেন।
ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে জানান, রাত সাড়ে ১১টার দিকে ঘরের দরজায় ধাক্কাধাক্কির শব্দ শুনে জিজ্ঞাসা করতেই বাইরে থেকে বলে সুজন। তার সঙ্গে কথা আছে (ভুক্তভোগীর সঙ্গে) বলে দরজা খুলতে বলে। এত রাতে কেন দরজা ধাক্কা দিচ্ছে জানতে চাইলে তিনি কিছু টাকা ধার চায়। টাকা দিতে অস্বীকার করলে একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করে।
মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত সুজনকে ডেকে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত হলে সুজনকে আটকে রাখে ও পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। মামলা হওয়ার পর ধর্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…