সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ সোনাইমুড়ীতে ধর্ষনের বিচারের দাবিতে মানব বন্ধন করেছেন উপজেলার নদোনা সর্বস্তরের জনগন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে সোনাইমুড়ী বাইপাস মেডিকেয়ার হাসপাতালের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় এনে দোষী ধর্ষকদের ফাঁসির কার্যকর করার দাবি জানায়।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল শনিবার বিকাল ৫টার দিকে শিশুটি বাড়ির পাশের দোকানে পাঠায় তার মা। প্রায় এক ঘণ্টা পরও ফিরে না আসায় তিনি বের হয়ে শিশুটিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে বাড়ির দিকে আসতে দেখেন তিনি। শিশুটি হাঁটতে পারছিল না। রক্ত বের হচ্ছিল তার শরীর থেকে। শিশুটির শরীরে ব্লেড দিয়ে কাটার মতো জখম রয়েছে। এতে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় সেটিতে অনেক সেলাই করতে হয়। সকাল ৯টার দিকে শিশুটির ঘুম ভাঙার পর তাকে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলেও সে কিছুই জানাতে পারেনি। তার মধ্যে ভয়-আতঙ্ক কাজ করছে। ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী আরও বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানান। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।