মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে শ্যালকের হাসুয়ার কোপে দুলাভাই রুহুল আমিন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শাহমখদুম থানার ভুগরইল পশ্চিম পাড়ায় কালুর এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিনের বাবার নাম নজরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি মাপজোগের সময় রুহুল আমিন ও তার শ্যালক মো. মিন্টুর মারামারি শুরু হয়। একপর্যায়ে হাসুয়া দিয়ে দুলাভাই রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করেন শ্যালক মিন্টুু।
এতে রুহুল আমিন গুরুত্বর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি), মাসুমা মোস্তারিন বলেন, ‘আমি ঘটনাস্থলেই আছি। লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা বলা যাবে।#