logo

সময়: ১২:৩২, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১২:৩২ অপরাহ্ন

সর্বশেষ খবর

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে সারা দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা সংক্রান্ত। হাইওয়ে, যাত্রী নিরাপত্তা, ঈদ পূর্ববর্তী সময়ে ঈদ কে কেন্দ্র করে আইন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ফোর্সেস কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণে মহাপরিচালক র‌্যাব ফোর্সেস মহোদয়ের মতবিনিময় প্রসংগে সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫, গ্র্যান্ড মাস্টার-এ দাবা প্রতিযোগিতা জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও এনসিপি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে: নাছির নোয়াখালীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ কমিটি বাতিলের দাবি রাজশাহীতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের কাছে তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিলেন মহানগর যুবদল

সোনাইমুড়ীতে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Jashim Uddin
১৮ মার্চ, ২০২৫ | সময়ঃ ১১:৫২
photo
সোনাইমুড়ীতে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জসিম উদ্দিন রাজ,সোনাইমুড়ী
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে দলিল লিখক শামিম আল মাহামুদের দুর্নীতির ও প্রতারণার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আমেরিকান প্রবাসী আবু নাসের। মঙ্গলবার বেলা ১১ টার দিকে সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  
ভুক্তভোগী আবু নাছের বলেন, উপজেলার শুরহলি গ্রামের মোজাম্মেল হকের ছেলে শামিম আল মাহামুদ সোনাইমুড়ী সাব রেজিস্ট্রি অফিসের একজন দলিল লিখক ৩৭১৪নং যার সনদ। ভুক্তভোগী আমেরিকান প্রবাসী আবু নাসের বলেন, শামিম আল মাহমুদের মাধ্যমে বিগত ১২ই আগস্ট ২০২৪ খ্রিঃ আমি সোনাইমুড়ী সাব রেজিস্ট্রি অফিসে একটি দলিল সৃজন করিয়া থাকি। উক্ত শামিম আল মাহমুদ সাব কবলা রেজিস্ট্রির জন্য ১ লক্ষ ৮০ হাজার ৫ শত টাকা নিয়ে থাকে এবং সাব কবলা দলিল না করে হেবা ঘোষনাপত্র দলিল করে দেয়,আমার সাথে এই ধরনের প্রতারণা করবে তা আমার জানা ছিল না।
উপজেলার জুনদপুর গ্রামের মোঃ ইব্রাহিম একই দুর্নীতির স্বীকার বলেও অভিযোগ করেন। প্রবাসী আবু নাসের বলেন, রেজিস্ট্রার সাহেবকে দিতে হবে বলিয়া আরও ৫০ হাজার টাকা আমার কাছ থেকে হাতিয়ে নেয় সেই। ১২ই আগস্ট রেজিস্ট্রিকৃত দলিল খানায় ১০ লক্ষ টাকা হেবা ঘোষনা দলিল মূলে রেজিস্ট্রি করিয়া থাকে কিন্তু সাব কবলা করে নাই। ঘটনা জানার পর তার কাছে সঠিক বিষয়টি জানতে চাইলে সেই নানা তাল বাহানা করে।পরে আমি দলিল খানার সংগ্রহ করে তার কাছে গেলে সে প্রথমে বলে, টাকা ফেরত দিবে আমাকে। এই ঘটনার কিছুদিন পর তাকে আবার মুঠোফোনে কল দিলে, সে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধোমকি প্রদান করে এবং বলে আমি নাকি তার কাছে চাঁদা দাবি করছি।পরে এ বিষয়ে সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার আনছার আহম্মদ সাহেব বরাবরে দরখাস্ত দিলে সে আমাকে টাকা দিবে দিচ্ছি বলে তাল বাহানা করে।এরপর ছুটি শেষে আমি আবার প্রবাসে চলে যাই। কিছুদিনের ভিতর দেশে আসলে তাকে মোবাইল ফোনে কল দিলে সে ফোন রিসিভ করে না। আমি আবার সোনাইমুড়ী সাব রেজিস্টার অফিসার কে জানালে, তিনি জেলা রেজিস্ট্রারের কাছে দরখাস্ত করার পরামর্শ প্রদান করেন।নোয়াখালী জেলা রেজিস্ট্রার বরাবর সুবিচার পাওয়ার  জন্য অভিযোগ দাখিল করিলে তিনি উক্ত বিবাদীর বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবে বলে আমায় আশ্বস্ত করেন।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…