জসিম উদ্দিন রাজ, সোনাইমুড়ী
নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি,(চাটখিল সোনাইমুড়ীর)নোয়াখালী ১ আসনের
গণমানুষের নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন। আজ ১৪ মার্চ ২০২৫ ইং (১৩ রমজান) তিনি সোনাইমুড়ী বাইপাস এলাকায় সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, এ সময় রমজানের পবিত্রতা রক্ষায় এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বলেন তার দলীয় নেতাকর্মীদের।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, পৌর বিএনপি সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসেদুল আলম ফরহাদ,সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মাসেদুর রহমান,
সোনাইমুড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক কমিশনার মো.জসিম উদ্দিন, সোনাইমুড়ী পৌর যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ওমর শরীফ সোহাগ,পৌর যুবদলে ১নং যুগ্ন আহবায়ক মোস্তফা মিঠুন,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সোহেল ভূঁইয়া,যুগ্ন আহবায়ক মোঃ শিপন,বাসু,যুব নেতা জসিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূর মোহাম্মদ মিলন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.শহীদ উল্ল্যাহ লিটন,উপজেলা কৃষক দলের সভাপতি ফখরুল আলম চৌধুরী,পৌর কৃষক দলের সভাপতি এম এ মিলন,নোয়াখালী জেলা কৃষক দলের সদস্য মিজানুর রহমান,সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের দলের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ সাহা,৩নং চাষিরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী মো. আবুল বাশার, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজিম উদ্দিন রনি,ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের পিএস মো.ইকবাল হোসেন রুবেল,বিএনপি নেতা আব্দুল বারেক সহ প্রমুখ ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন,রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তিনি আরো বলেন, তোমাদের প্রতি আমার উদার্থ আহ্বান তোমরা কোন অন্যায় কাজে জড়াবে না। দলের বা সংগঠনের বদনাম হয় এমন কোন কাজ করা যাবে না। আর এই রমজানে তোমরা সবাই তোমাদের অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে, আমি তোমাদের কাছে এমনটাই প্রত্যাশা করি। সামনে আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে। আমরা সবাই জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল এবং সাধারণ জনগনের ভোটাধিকারের মাধ্যমে আমাদেরকে ক্ষমতা আসতে হবে। আমি আমার যত নেতাকর্মী আছে সবাইকে দিক নির্দেশনা দিচ্ছি যে,দেশের জন্য , জনগণের জন্য এবং কি দলের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে সর্বদা।