logo

সময়: ০২:২৬, শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ০২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

অপারেশন ডেভিল হান্ট: রাজশাহী মহানগরীতে আ’লীগ নেতা-কর্মী-সহ গ্রেফতার -৪০

Masud Rana
০৫ মার্চ, ২০২৫ | সময়ঃ ১১:২৩
photo
অপারেশন ডেভিল হান্ট: রাজশাহী মহানগরীতে আ’লীগ নেতা-কর্মী-সহ গ্রেফতার -৪০


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে (অপারেশন ডেভিল হান্ট) অভিযান চালিয়ে আ’লীগ কর্মী-সহ ১৪ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  
গত ২৪ ঘন্টা তাদের মহানগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।  
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আকতারুল আলম (৫৯), সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউ কলোনী এলাকার মৃত রেজাউল করিমের ছেলে এবং শাহমখদুম থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মোঃ বকুল (২৮), সে মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকার মোঃ জুলমতের ছেলে এবং সে ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য, আল-আমিন হোসেন ওরফে বাপ্পি (৩৫), আল-আমিন বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি এলাকার মৃত বাবলুর ছেলে, মোঃ ইমরান হোসেন ইমু (৩০), সে একই থানার পঞ্চবটি খরবোনার মৃত সৈয়দ আলীর ছেলে, মোঃ আবু সাঈদ (৩৫), কেদুর মোড় এলাকার মোঃ এনামুলের ছেলে, মোঃ সেলিম হোসেন ওরফে আলমাছ (৪৫), সেলিম হোসেন শেখের চক পাঁচানি মাঠ এলাকার মৃত আক্কাসের ছেলে, মোঃ সুজন (৩৩), সে একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ও মোঃ মুনজুর (২৮), সে পঞ্চবটি শ্মশানঘাট এলাকার মোঃ রানু শেখের ছেলে।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।  
তিনি জানান, সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৮ জন গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পুলিশের অভিযানে ৩২ জন গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ২৩ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…