জসিম উদ্দিন রাজ,সোনাইমুড়ী
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা দলিল লিখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় থেকে ভোটাররা ভোট দিতে আসেন ভোটকেন্দ্র।
সকাল থেকে বেশ শান্তিপূর্ণভাবে ভোটের পরিবেশ বিরাজ করছে।
কোন প্রকার কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে ভোটাররা তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারতেছেন ভোট প্রয়োগের মাধ্যমে।
বিকাল ৫ ঘটিকার সময় ফলাফল ঘোষণায় সোনাইমুড়ী দলিল লিখক সমিতির নির্বাচনে সভাপতি পদে মাকসুদ আলম সাধারণ সম্পাদক পদে সোহরাব হোসেন নির্বাচিত হয়েছে। এই ভোটে ২৩ জন প্রার্থী বিভিন্ন পদে লড়তেছেন। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে ভূঁইয়া,সহ সাধারণ সম্পাদক পদে মাসুদ আলম,কোষাধক্ষ্য পদে শাহজাহান,সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, সাধারণ সদস্য আনোয়ার হোসেন,দেলোয়ার হোসেন,মোঃমাসুদুর রহমান ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। কোন ঝামেলা ছাড়া অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা করেন, আবু দাউদ,আজিজুল হক, শাহ আলম, ফজলে রাব্বী সাইফ। নির্বাচনে ভোটারদের পাশাপাশি, উৎসব মুখর পরিবেষ্টি দেখতে আসেন অনেক সাধারন মানুষ।ফলাফল ঘোষণা করার পর পরেই,বিজয়ী দলের শিবিরে আনন্দের মিছিল বইতে থাকে।নির্বাচনের সময় সেনাবাহিনীর সহ,পুলিশ বাহিনীও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোন প্রকার কোন অভিযোগ ছাড়াই, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে জানিয়েছেন সাধারণ ভোটাররা।সোনাইমুড়ী দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক সৌরভ হোসেন বলেন,আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক এই দ্বারা অব্যাহত থাকবে আগামী দিনে একটা উদাহরণ হয়ে।সোনাইমুড়ী দলিল লিখক সমিতির বিজয়ী সভাপতি মাকসুদ আলম বলেন, আমি সর্বপ্রথম আমার আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সভাপতি পদে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে।