logo

সময়: ০২:৩২, শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ০২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জাদুকাটা নদীর পাড় কেটে খনিজ বালি-পাথর চুরিকাণ্ডে ৬ জন কারাগারে

Ekattor Shadhinota
২২ ফেব্রুয়ারী, ২০২৫ | সময়ঃ ১০:০৭
photo
জাদুকাটা নদীর পাড় কেটে খনিজ বালি-পাথর চুরিকাণ্ডে ৬ জন কারাগারে

সিলেট

সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর তীর কেটে খনিজ বালি-পাথর চুরিকাণ্ডে ফের ৬ জনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার তাহিরপুর থানা পুলিশের হেফাজতে দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।


শনিবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেন।

সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো ৬ জন হলেন- জেলার বিশ্বম্ভরপুরের উপজেলার আলীপুর গ্রামের আমির হোসেন, একই উপজেলার অনন্তপুর গ্রামের আলমগীর হোসেন, শাহপুর গ্রামের মোফাজ্জল, একই গ্রামের রায়হান, মুজাহিদ মিয়া, রেজুয়ান আহমদ।

এর পূর্বে  ভ্রাম্যমাণ আদালত তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটার একাধিক পাড় থেকে খনিজ বালি পাথর চুরির সময় তাদেরকে আটক করে ৩ মাসের কারাদণ্ড ও চুরি করা খনিজ বালি পাথর পরিবহণ কাজে থাকা ৩টি ইঞ্জিনচালিত ট্রলারের বিপরীতে ট্রলার মালিকপক্ষের কাছ থেকে ৫০ হাজার করে দেড় লাখ টাকা অর্থদণ্ড আদায় করেন।

শনিবার সুনামগঞ্জ জেলা প্রশাসন জানায়, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ ২৮ বিজিবি সদস্য, জেলা পুলিশ, আনসার সদস্যদের সহযোগিতায় বৃহস্পতিবার সন্ধ্যায় জাদুকাটা নদীতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. আবুল হাসেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জনের প্রত্যেকে ৩ মাসের কারাদণ্ড ও চুরি করা খনিজ বালি পাথরবাহী ট্রলার থেকে দেড় লাখ টাকা অর্থদণ্ড আদায় করেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…