logo

সময়: ০২:৩৪, শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ০২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

চুয়েটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপিত

Ekattor Shadhinota
২১ ফেব্রুয়ারী, ২০২৫ | সময়ঃ ০৭:১৪
photo
চুয়েটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। আজ ২১শে ফেব্রুয়ারি (শুক্রবার) ২০২৫ খ্রি. চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সুদীপ কুমার পাল মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম। এতে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিএসই বিভাগের ছাত্র সাদমান রহমান অনন্ত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তানভীর আহমেদ চৌধুরী ও ইউআরপি বিভাগের ছাত্রী রিয়া ইসলাম। অনুষ্ঠানমালা সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান ও ইটিই বিভাগের সহকারী অধ্যাপক জনাব প্রিয়ন্তি পাল টুম্পা। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা নুরুল্লাহ।
এর আগে মহান শহীদ দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর শুরু হয়। সকালে ক্যাম্পাসের উত্তর গোল চত্বর হতে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মহান ভাষা আন্দোলনের অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ পরিবেশন সহকারে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। পরে চুয়েট পরিবারের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া শহীদ মিনার প্রাঙ্গনে শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার গ্রাফিতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুন্দর হাতের লিখা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদে আছর কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…