logo

সময়: ০৮:০৯, শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ০৮:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে সারা দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা সংক্রান্ত। হাইওয়ে, যাত্রী নিরাপত্তা, ঈদ পূর্ববর্তী সময়ে ঈদ কে কেন্দ্র করে আইন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব ফোর্সেস কর্তৃক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণে মহাপরিচালক র‌্যাব ফোর্সেস মহোদয়ের মতবিনিময় প্রসংগে সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫, গ্র্যান্ড মাস্টার-এ দাবা প্রতিযোগিতা জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও এনসিপি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে: নাছির নোয়াখালীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ কমিটি বাতিলের দাবি রাজশাহীতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের কাছে তারেক রহমানের ঈদ উপহার পৌঁছে দিলেন মহানগর যুবদল

সিলেট সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ বিড়ি সহ ১ কোটি ১০ লাখ টাকার মালামাল জব্দ

Ekattor Shadhinota
০২ ফেব্রুয়ারী, ২০২৫ | সময়ঃ ১০:২৪
photo
সিলেট সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদ বিড়ি সহ ১ কোটি ১০ লাখ টাকার মালামাল জব্দ

সিলেট:
ভারতের মেঘালয় থেকে সুনামগঞ্জ সিলেট সীমান্ত রুটে এপারে নিয়ে আসা কার্টুন ভর্তি  মদ  বিড়ি সহ ১ কোটি ১০ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
রবিবার সকালে বিজিবি সিলেট সেক্টরের, সিলেট ৪৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান ও সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির  এ তথ্য নিশ্চিত করেন।
৪৮ -বিজিবি অধিনায়ক জানান, শনিবার সুনামগঞ্জের বাংলাবাজার,লাফার্জ,সিলেটের প্রতাবপুর,সংগ্রাম, সোনারহাট, পান্তুমাই,বিছনাকান্দি,দমদমিয়া,কালাসাদেক,তামাবিল,শ্রীপুর,মিনাটিলা,ডিবির হাওর বিওপিসহ পৃথক পৃথক বিওপির বিজিবি টহলদল চোরাচালানের  ৯৬ লাখ ৭৪ হাজার টাকার মালামাল জব্দ করে।
ভারতীয় (বিদেশি) কার্টুন ভর্তি বিপুল পরিমাণ শাড়ী, লেহেঙ্গা, শীতের কম্বল, গবাদিপশু (গরু-মহিষ) মদ, সেখ নাসির উদ্দিন বিড়ি,চিনি,কমলা,ডালিম,পোস্তদানা,গার্ণিযার ক্রিম,বেটেনোভেট ক্রিম,সাবান,  বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, সীমান্ত নদীতে অবেধভাবে পাথর উক্তোলন কাজে ব্যবহৃত একাধিক নৌকা  জব্দ করা হয়। একই দিন  পৃথক এক অভিযানে বিজিবি সীমান্তে মদ এপারে নিয়ে আসার পর চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে।
আরো ১৩ লাখ টাকার বিদেশি মদ জব্দ: আরো ১৩ লাখ টাকার মদ জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সিলেট সেক্টরের,সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান,ভারতের মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে শনিবার  এপারে নিয়ে আসা মদের একাধিক চালান ব্যাটালিয়নের সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও,নারায়নতলা, বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা,তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর বিওপির পৃথক পৃথক অভিযানে বিজিবি টহলদল ১২ লাখ ৮২ হাজার ৫’শ টাকা মুল্যের বিভিন্ন ব্রান্ডের ৮৫৫ বোতল ভারতীয় (বিদেশি) মদ জব্দ করে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…