logo

সময়: ০৬:৪৭, শনিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২৫

১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ০৬:৪৭ অপরাহ্ন

সর্বশেষ খবর

হত্যা মামলার সন্দিগ্ধ আসামী মোঃ বাদশা (৩৮) ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

Ekattor Shadhinota
২৯ জানুয়ারী, ২০২৫ | সময়ঃ ০৯:১৮
photo
হত্যা মামলার সন্দিগ্ধ আসামী মোঃ বাদশা (৩৮) ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

কেরাণীগঞ্জ মডেল থানায় কর্মরত এসআই(নিঃ) আবুল কালাম আজাদ গত ২৯/১২/২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ০০.০৫ কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় স্পেশাল নাইট ডিউটি করা কালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারেন যে, কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউপিস্থ বনসতা চনবড়ী ক্লাব মাঠে ডাকাত সন্দেহে অজ্ঞাতনামা পুরুষ (৩৫) কে এলাকাবাসী গণপিটুনি দিয়ে গুরুতর জখম করেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য একই তারিখ রাত ০০:১৫ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখে অজ্ঞাতনামা পুরুষ (৩৫) কে মাথার বাম পাশ সহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে ফেলে রাখা হয়েছে। তখন সে উক্ত অজ্ঞাতনামা পুরুষ (৩৫) কে গুরুতর রক্তাক্ত জখম  অবস্থায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপস্থিত লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় এসআই(নিঃ) আবুল কালাম আজাদ বাদী হয়ে কেরাণীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৪, তারিখ-৩০/১২/২০২৩ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে এই ঘটনায় জড়িত আসামীরা আত্মগোপনে চলে যায়।  

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…